FANDOM


এই নিবন্ধটি আব্দুল্লাহ আল নোমানের ঘটে যাওয়া একটি দিনের সংক্ষিপ্ত বিবরণ বা ইতিহাস।[বিঃদ্রঃএতে গোপনীয় অনেক তথ্য দেয়া হয়নি।]
আজকের দিনে হালকা রোদ্র,হালকা মেঘ আছে। ঘুম থেকে উঠলাম সাড়ে ৮টায়।ভেবেছিলাম উঠে পড়তে বসব।তা না করে দাত মেজে খেয়ে শুঁয়ে কফি হাউজে আড্ডাটা,মোরা একটি ফুলকে বাচাব,জয় বাংলা,টিম্বারল্যান্ড গিভ ইটা গো গো শুনতে গাইতে লাগলাম।এছাড়া আরো গান শুনলাম। কিছুক্ষণ পরে মনে পড়ল আজ বাংলাদেশ পাকিস্তানের টি২০ খেলা।তাড়াতাড়ি বই নিয়ে বসলাম।সাড়ে ১০ টায় এখন পড়া শেষ করে সন্ধ্যায় খেলা দেখব।খেলা দেখতে গেলে একটায় বিপদ সেটা নাটক।তাছাড়া কিছুই নেই। যাই হক প্রতি ৩০ মিনিটে ১২ থেকে ১৫ মিনিট দেখতে পারব। এইসব ভাবতে ভাবতে বসলাম বই পড়তে। তখন অংক করতে লাগলাম। দেখি পাটিগণিতের হোমওয়ার্ক কম্পিল্ট।ভাবলাম মঙ্গলবারে বীজগণিতেরটা করিনি।ভাবলাম তিন আগে কাজ করলি কি হয়।আগে করে রাখা ভাল।অংক করে ভাবলাম হোম টেস্ট নেব।নিজে নিজে অংকরে ঘোরালাম। বাপরে বাপ! মাথায় কিছু ঢুকছে না।এটা কি ঠিক করেছি না ভুল।আপাতত রেখে দিলাম।পরে ভাইয়াকে দেখাব।তারপর বাংলা ২য় পড়ে বসলাম।মোবাইল নিয়ে উইকিয়াতে কাজ করব বলে।

তারপর ২টার সময় দুপুরের খাবার খেয়ে পড়তে বসলাম।৪টার সময় নাফিজ আর সজীব ঢাক দিল,ক্রিকেট খেলতে।ক্রিকেটে ১ম্যাচ শেষ হতেইনা বৃষ্টি আরম্ভ।সবকিছু চপাট।যেই খেলা বাতিল করে সবাই সবাই এর বাড়িতে গেলাম সাথে সাথে বৃষ্টি শেষ।জীবনের কি খেলা! বা প্রকৃতির খেলা বা আল্লাহর খেলা বলা যায়। তারপর ছাদে আসলাম প্রকৃতির ছবি তুলতে সাথে সাথে আবার বৃষ্টি।কিন্তু এবার ঘুরি ঘুরি বৃষ্টি।